January 19, 2025
খেলাধুলা

লেভানদোভস্কিই জেতালেন বায়ার্নকে

কেন তিনি ফিফার বর্ষসেরা, মাঠে তার প্রমাণ দিয়েই চলেছেন রবার্ট লেভানদোভস্কি। আরও একবার বায়ার্ন মিউনিখকে খাদের কিনারা থেকে জেতালেন পোলিশ এই স্ট্রাইকার।

শনিবার বুন্দেসলিগায় তার জোড়া গোলে ভর করেই বায়ার লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে বায়ার্ন। হারে লেভারকুসেন নেমে গেছে দুইয়ে।

ম্যাচের ১৪ মিনিটে প্যাট্রিক শিকের দুর্দান্ত ভলিতে এগিয়ে যায় লেভারকুসেন। বিরতির আগে ৪৩তম মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান গত বৃহস্পিতিবার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা লেভানদোভস্কি।

দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে আরও এক গোল পেতে পারতো বায়ার্ন। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় জামাল মুসিয়ালার শট দুর্ভাগ্যজনকভাবে পোস্টে লেগে যায়। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ চলেছে। কিন্তু আর গোলের দেখা পাচ্ছিল না কোনো দল।

মনে হচ্ছিল ম্যাচটা ড্রয়েই শেষ হবে। কিন্তু শেষ মুহূর্তে চমক দেখান লেভানদোভস্কি। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে জসুয়া কিমিচের বাড়ানো বল ডান পায়ের শটে জালে জড়িয়ে বায়ার্নের ২-১ গোলের জয় এনে দেন তিনি।

এতে ১৩ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে বায়ার্ন। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে গেছে লেভারকুজেন

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *