January 22, 2025
জাতীয়

‘লেজুড়বৃত্তির’ ছাত্র রাজনীতি বন্ধ চান ভিপি নূর

দক্ষিণাঞ্চল ডেস্ক

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের জের ধরে বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রেক্ষাপটে সব শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় ‘লেজুড়বৃত্তির’ ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন কোটাবিরোধী আন্দোলনের নেতা ও ডাকসুর ভিপি নুরুল হক নূর। তিনি বলছেন, দলীয় লেজুড়বৃত্তির কারণে ছাত্র রাজনীতির এই অবস্থা, তাছাড়া হল প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণেও স্বেচ্ছাচারিতা তৈরি হয়েছে।

বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর বিরুদ্ধে ‘শিবির সন্দেহে’ বিশ্ববিদ্যালয়ের তড়িত কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠার পর সেখানে ছাত্র রাজনীতি বন্ধের দাবি ওঠে। কয়েক দিন আন্দোলনের পর শুক্রবার বুয়েটের উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের ঘোষণা আসে।

পরদিন শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ‘লেজুড়বৃত্তির’ ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুললেন নূর, যিনি এক সময় ছাত্রলীগ করলেও কোটা আন্দোলনের সময় সংগঠনটির নেতাকর্মীদের মারধরের শিকার হন।

গত মার্চের নির্বাচনে নূর ডাকসুর ভিপি হওয়ার পরেও ঢাকাসহ বিভিন্ন জেলায় কোটাবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে সংগঠিত করতে হামলার শিকার হয়েছেন। নূর এজন্য ছাত্রলীগকে দায়ী করার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ছাত্র সংগঠনটির নেতারা বলেন, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নামে নূর মূলত ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের সঙ্গে কর্মসূচি পালন করতে গিয়েছিলেন। শিবির কর্মীদের সংগঠিত হতে বাধা দিয়েছেন তারা।

শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে নূর বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং ছাত্র রাজনীতির নামে যারা সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে, দলীয় লেজুড়বৃত্তির সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *