লেখিকা পুতুল হায়দারের প্রথম মৃত্যুবার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার বিকেল ৪:৩০টায় লেখিকা সংঘের কার্যালয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখিকা সংঘের অন্যতম সদস্য পুতুল হায়দারের প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পালন অনুষ্ঠানে সংঘের সহ-সভাপতি শামীমা সুলতানা শীলুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোজী রহমান, নাসরিন হায়দার, আফরোজা বেগম, মনোয়ারা বেগম, এড. তসলিমা খাতুন ছন্দা, আফরোজা জেসমিন বীথি, ফরিদা বেগম, ফাহ্মিদা ইসলাম, বেদৌরা আফরোজ, ইসরাত আরা হীরা, চিশতি মোস্তারী বানু, দিলারা নাসরিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ।