July 1, 2025
বিনোদন জগৎ

লুকোচুরির ইতি টানলেন নুসরাত

কয়েক দিন আগে টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের বেবি বাম্পের ছবি ফাঁস হয়। তারপরও বিষয়টি নিয়ে মুখে কুলপ এঁটেছিলেন তিনি। অবশেষে নিজেই নিজের বেবি বাম্পের ছবি সোশ‌্যাল মিডিয়ায় প্রকাশ করলেন এই অভিনেত্রী।

রোববার (২০ জুন) দুপুরে নুসরাত তার ইনস্টাগ্রাম অ‌্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়—ব্লু ডেনিম এবং সাদা রঙের ফুল স্লিভস টি-শার্ট পরেছেন নুসরাত। গায়ের উপর গোলাপি রঙের একটি স্টোল জড়িয়ে রয়েছেন তিনি। আর বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। খোলা চুল, মুখে উজ্জ্বল হাসি বলে দিচ্ছে, সব বিতর্ক উড়িয়ে মাতৃত্বের পরম স্বাদ উপভোগ করছেন নুসরাত।

এই পোস্টের ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘উদারতা সব বদলে দেয়।’ যদিও নুসরাত তার সন্তানের পিতৃপরিচয় নিয়ে কিছু বলেননি।

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে বিয়ে করেন নিখিল জৈন ও নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। এরই মধ‌্যে টলিউড অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নুসরাত। টলিপাড়ায় খবর উড়ছে, নুসরাতের এই সন্তানের বাবা যশ দাশগুপ্ত।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *