March 11, 2025
আন্তর্জাতিক

লিবিয়ায় বিমান হামলায় নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

দক্ষিণাঞ্চল ডেস্ক

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বিমান হামলায় এক বাংলাদেশিসহ সাত জন নিহত হয়েছেন। বিমান হামলায় নিহত বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তার নাম বাবু লাল। বাবু লাল রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের বাসিন্দা।

বিমান হামলার ঘটনায় আহত হয়েছেন ১৫ বাংলাদেশি। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ত্রিপোলির তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত্রিপোলির উপকণ্ঠ ওয়াদি রাবিয়ায় যে বিস্কুট কারাখানায় বিমান হামলা হয়েছে সেটির কর্মী ছিলেন বাবু লাল।

রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক নিহত বাবু লালের পরিচয় নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে লিবিয়ায় বাংলাদেশি নিহত হওয়ার কথা তাকে জনানো হয়। খোঁজখবর নিয়ে তিনি ওই বাংলাদেশির পরিচয় শনাক্ত করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *