September 8, 2024
আঞ্চলিক

লায়ন্স ক্লাব অফ খুলনা পায়গ্রাম কসবার ফ্রি মেডিকেল ক্যাম্প

খবর বিজ্ঞপ্তি

লায়ন্স ক্লাব অফ খুলনা পায়গ্রাম কসবার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, গবাদি পশু বিতরণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। গতকাল শুক্রবার ফুলতলা পায়গ্রাম কসবায় দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লায়ন্স ক্লাব অফ খুলনা পায়গ্রাম কসবার প্রেসিডেন্ট প্রকৌশলী আবিদ হাবিব এর সভাপতিত্বতে শিক্ষার্থী ও দুঃস্থদের মধ্যে বক্তব্য রাখেন ডিস্টিক গর্ভণরের উপদেষ্ঠা শাহ জাহাঙ্গীর আবেদ, ডিস্টিক বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন লায়ন এম এ আউয়াল রাজ, লায়ন্স ক্লাব অফ খুলনার প্রেসিডেন্ট লায়ন শামীমা সুলতানা শীলু, সুন্দরবন লায়ন্স ক্লাব অফ খুলনার প্রেসিডেন্ট লায়ন আবিদা আফরিন, ফুলতলা ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, এ্যাডঃ কাজী এরিক হাসান মন্টু, কাজী জিন্নাত হোসেন, আঞ্জিমুননেছা, শেখ রেজানুল হক, পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোশারফ হোসেন, ফারজানা হাবিব জিনিয়া, যুবায়ের বিন সাঈদ, সরকার নুমায়ান খালেদ ,রুবাইয়াত রাওনাক, ফারিন হাবিব, সালমা সুলতানা, মেঘনা আখতার, রেহানা আক্তার, রুবি শাহিনা, রোজী ইসলাম, সাবিয়া সুলতানা, মোঃ আসাদুজ্জামান, ডাঃ সেখ মতিয়ার রহমান প্রমুখ। সকাল থেকে পায়গ্রাম কসবা এলাকার শতাধিক রোগিদের চিকিৎসা দেওয়া হয়। পরে গরিবদের মাঝে গবাদি পশু ও বিভিন্ন ফলজ গাছ রোপন করা হয়। পরে  পায়গ্রাম কসবা মাধ্যমিক বিদ্যালয়ের  দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। সভায় বক্তারা, সমাজের দুঃস্থদের সহযোগিতার জন্য সকল বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *