লায়ন্স ক্লাবের উদ্যোগে খুলনা প্রেসক্লাব চত্বরে বৃক্ষরোপণ
খবর বিজ্ঞপ্তি
লায়ন্স ক্লাব ইন্টারন্যশনাল ডিস্ট্রিক্ট খুলনা ৩১৫ এ-১ এর পক্ষ থেকে খুলনা প্রেসক্লাব চত্বরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাব চত্বরে ফলজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ডা. সাহানা রাজ্জাক। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু ও ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম কামাল হোসেন, নির্বাহী সদস্য মো. জাহিদুল ইসলাম, ক্লাব সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল ও শেখ কামরুল আহসান, লায়ন্স ক্লাবের লায়ন শামীমা সুলতানা শিলু, ক্লাব সেক্রেটারি লায়ন কুদরত ই খুদা, ট্রেজারার ও খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি লায়ন মোঃ আনিসুজ্জামান, লায়ন মেহেদি নেওয়াজ প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ