লাহোর পৌঁছেছে বাংলাদেশ দল
প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে লাহোর পৌঁছেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বরণ করেছে পাকিস্তান।
পাকিস্তানে তিন দফার সফরের প্রথমটিতে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০০৮ সালে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি খেলেছিল তারা। এবারই প্রথম খেলবে সিরিজ।
নিরাপত্তা নিয়ে শঙ্কা, দুই পক্ষের টানাপোড়েন ও কয়েক দফার আলোচনার পর চূড়ান্ত হয় এই সফর। দেশ ছাড়ার আগে গত কয়েক দিনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মাহমুদউল্লাহ বারবার বলেছেন, নিরাপত্তা শঙ্কা মাথা থেকে সরিয়ে শুধু ক্রিকেটেই মনোযোগ দিতে চান তারা।
সিরিজকে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চলছে মাঠ প্রস্তুতের কাজ।
সফরে নেই কোনো প্রস্তুতি ম্যাচ। বৃহস্পতিবার অনুশীলন করবে দল। ম্যাচ তিনটি শুক্র, শনি ও সোমবার। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ৩টায়।