January 20, 2025
আন্তর্জাতিককরোনা

লাতিন আমেরিকায় সংক্রমণ ৬০ লাখ ছাড়াল

লাতিন আমেরিকার দেশগুলোতে করোনায় আক্রান্ত ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। এর মধ্যেই লাতিন আমেরিকায় সংক্রমণ ৬০ লাখ ছাড়িয়ে গেছে। অনেক দেশই এর মধ্যেই লকডাউন কিছুটা শিথিল করায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে।

লাতিন আমেরিকায় গড়ে প্রতিদিন ৮৬ হাজারের বেশি সংক্রমণের ঘটনা ঘটছে। গত এক সপ্তাহ ধরেই সংক্রমণ দ্রুতগতিতে বাড়তে দেখা গেছে। অপরদিকে প্রতিদিন গড়ে মারা যাচ্ছে ২ হাজার ৬শ জন।

ফলে এখন পর্যন্ত ওই অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ লাখের বেশি। অপরদিকে মারা গেছে ২ লাখ ৩৭ হাজার ৩৬০। তবে লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে ব্রাজিল।

এমনকি সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিল দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া পেরু, মেক্সিকো এবং চিলিতেও সংক্রমণ বাড়ছে। মাত্র ১১ দিনেই ৫০ লাখ থেকে ৬০ লাখ ছাড়িয়ে গেছে।

এদিকে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩২ লাখ ৭৮ হাজার ৮৯৫ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৬ হাজার ৫৭১ জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ২৩ লাখ ৮৪ হাজার ৩০২ জন।

পেরুতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ২৯৬। এর মধ্যে মারা গেছে ২৫ হাজার ৮৫৬ জন। ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৫৪ হাজার ২৩২ জন।

মেক্সিকোতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫ লাখ ১১ হাজার ৩৬৯ জন। এর মধ্যে মারা গেছে ৫৫ হাজার ৯০৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৪৫ হাজার ৬৫৩ জন।

এদিকে, চিলিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ১১১। এর মধ্যে মারা গেছে ১০ হাজার ৩৪০ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৫৫ হাজার ৩৭ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *