November 25, 2024
ফিচারলাইফস্টাইল

লম্বা বন্ধ তাতে কি ! ঘরে বসেই করতে পারেন অনেক কিছু

আলি আবরার
বর্তমানে আপনারা যারা এই ছুটিতে বাসায় বসে আছেন, সারাদিন করোনা করোনা না করেও আরো অনেক কিছু করতে পারেন। এমন একটি ছুটি কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলতে পারেন দক্ষভাবে যা ভবিষ্যতে আপনাকে কাজে দিবে। আজকে আপনাদের জন্য ছোট কিছু টিপস যা কাজে লাগালে ভাল কিছুর আইডিয়া আসবে আশা করি।

অনলাইনে স্কিল বৃদ্ধি

অনলাইনে বিভিন্ন বিষয়ে ছোট কোর্স করতে পারেন যা আপনাকে পরে সাহায্য করবে। এর জন্য গুগল সহ আরো কিছু স্বনামধন্য ওয়েবসাইট আছে যারা পেইড বা ফ্রি লার্নিং এ আপনাকে সাহায্য করবে

 

পুরাতন ইচ্ছা এখনই পুরনের সময়

 

বাসায় শিখে নিতে পারেন এমন কিছু যা আগে কখনো করার সময় হয়নি। অনেকেই হয়তো ছোট থেকে গিটার বা রান্না করার করেছেন কিন্তু সময় হয়ে ওঠেনি আর। এগুলা করার ও শেখার এখনই শ্রেষ্ঠ সময় !

 

নতুন কোন বিষয়ে দক্ষতা অর্জন করার চেষ্টা করতে পারেন

 

প্রফেশনাল লাইফে এমন অনেক কিছুই আমরা ব্যবহার করে থাকি (সফটওয়্যার,আনুশাঙ্গিক)  যা হয়তো ঠিক ভাবে আমরা রপ্ত করতে পারিনাই। তবে ঘরে বসে এগুলা প্র্যাকটিস এর সেরা সময় এখন।

” হ্যালো কেমন আছো ?”

 

বহুদিন যোগাযোগের বাইরে থেকে বন্ধু-বান্ধব বা আত্মীয়ের সাথে কথা বলতে পারেন।

শারীরিক চর্চা

 

ভাল কিছু অভ্যাস করতে পারেন যা শরীরের জন্য সহায়ক। প্রয়োজনে গুগল থেকে টিপস নিন

 

জানার কিছু শেষ নাই !

 

বই পড়ার অভ্যাস করতে পারেন। এতে যেমন সংস্কৃতি ও ইতিহাসের চর্চা হবে তেমনি শিখতে পারবেন নতুন কিছু

সব থেকে প্রয়োজনীয়, পরিবারকে সময় দিন। পারলে তাদের সাহায্য করুন।

 

সময়টা strategically ব্যয় করুন, এমন সময় আর নাও পেতে পারেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *