লবণচরায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
দ: প্রতিবেদক
খুলনায় সড়ক দুর্ঘটনায় মো. রাব্বী (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত রাব্বী নগরীর লবণচরা এলাকার মোহাম্মদ নগরের ক্যাবল ব্যবসায়ী মো. সরোর ছেলে। গতকাল শনিবার ভোরে খুলনার লবণচরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার দিবাগত গভীর রাতের কোনো এক সময় লবণচরা এলাকায় সড়ক দুর্ঘটনায় রাব্বীর মৃত্যু হয়। ভোরে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’