লবণচরায় প্রাইভেটকার থেকে বিদেশী মদসহ চালক আটক
দ: প্রতিবেদক
খুলনায় একটি প্রাইভেটকার তলাশী করে বিদেশী মদসহ গাড়ীর চালক আউয়াল উদ্দীন (৩৮) কে আটক করেছে লবণচরা থানা পুলিশ। গত শনিবার মধ্যরাতে তাকে আটক করা হয়। আটক চালক সাচিবুনিয়া এলাকার আইউব উদ্দীন মুন্সীর ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার মধ্যরাতে লবণচরা থানা পুলিশের একটি দল সাচিবুনিয়া বিশ্বরোড মোড়সহ আলোক ভবনের সামনে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ- ২৯৮৯১৩) তলাশী করে ৫ ক্যান বেলজিয়ান বিয়ার, ১ বোতল হুইস্কী ও ১ বোতল মদ উদ্ধার করে। এসময় গাড়ীর চালক আউয়াল উদ্দীনকে আটক করা হয়। তবে গাড়ীতে থাকা আসামী শাহজাহান হাওলাদার (৫৪) পালিয়ে যায়। সে একই এলাকার মৃত মজিদ হাওলাদার’র ছেলে। এ ঘটনায় আসামী দুজনের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।