লবণচরায় চাঁদাবাজি মামলায় দুই আসামি শ্রীঘরে
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার লবণচরা থানাধীন মূখ্য মহানগর হাকিম সিআর ১৮৭/২০২১নং চাঁদাবাজি মামলার এজাহারনামীয় অন্যতম দুই আসামি সুমন্ত বকশি ও দেবদাস ওরফে দেবুকে জেলহাজতে প্রেরণ করেছে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আল আমিন।
জানা গেছে, গত ২/১২/২০২১ ইং তারিখে মোহাম্মদনগর এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. মোস্তফা বিল্লাল মূখ্য নগর হাকিম এর আদালতে সাচিবুনিয়া দরগাতলা এলাকার প্রশান্ত বকশির পুত্র সুমন্ত বকশী ও মৃত হরিদাস মহালদারের পুত্র দেবদাস ওরফে দেবুর বিরুদ্ধে সিআর ১৮৭/২১নং একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
উক্ত মামলায় আসামীদ্বয়রা গতকাল রবিবার সকালে উক্ত আদালতে হাজিরা দিলে আদালত উভয়কেই জেলহাজতে প্রেরণ করে। মামলার বাদী পক্ষের শুনানি করেন জেলা আইনজীবী ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম, সিনিয়র এ্যাড. এম. মাফতুন আহমেদ, এ্যাড. শফিকুল ইসলাম খোকন এবং এ্যাড. আব্দুল্লা আল মামুন। বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. সুজিত কুমার অধিকারী ও এ্যাড. মহসিন চৌধুরী।