লন্ডন ব্রিজের সন্ত্রাসী হামলার নিন্দা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন ব্রিজে শুক্রবারের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি স্পেনের রাজধানী মাদ্রিদে ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫) এ যোগ দিতে এখন স্পেনের পথে রয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা আজ এক শোক বার্তায় শেখ হাসিনা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করে আহতদের প্রতি সহানুভূতি জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জঙ্গি এবং সন্ত্রাসিদের কোন ধর্ম নেই।’
শেখ হাসিনা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ব্রিটিশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাঁর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, লন্ডনের স্থানীয় সময় শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজের ওপর এক অস্ত্রধারীর এলোপাথারি ছুরিকাঘাতে দুইজন নিহত এবং তিন জন আহত হন। পরে পুলিশের গুলিতে উক্ত সন্ত্রাসীও নিহত হয়।