লন্ডন এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালকসহ নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
সিলেট-ঢাকা রুটের অভিজাত পরিবহন লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে বাসটির চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হচ্ছে লন্ডন বাসের চালক আনোয়ার মিয়া ও ট্রাকের হেলপার ইউনুস মিয়া। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। তাদের একজনকে ঢাকায় এবং দুজনকে সিলেটের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি মোহাম্মদ হোসেন বলেন, লন্ডন এক্সপ্রেসের বাসটি সিলেট যাচ্ছিল। শশই ইসলামপুরে এলাকায় বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকটির সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার ও বাসের ড্রাইভার মারা যায়।