December 22, 2024
আন্তর্জাতিক

লন্ডনে ছুরি হামলার সন্দেহভাজন ব্যক্তি আগের এক সন্ত্রাসী মামলায় সাজাপ্রাপ্ত ছিল

লন্ডন ব্রিজের ওপর ছুরিকাঘাত করে দুই ব্যক্তি হত্যা করা সন্দেহভাজন ব্যক্তি সন্ত্রাসবাদের অপরাধে সাজাপ্রাপ্ত সাবেক এক কারাবন্দি ছিল এবং গত বছর সে মুক্তি পায়। শনিবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
শুক্রবারের হামলা পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত ব্যক্তিকে পুলিশ সনাক্ত করেছে। পুলিশ জানায়, ২৮ বছর বয়সী এ ব্যক্তির নাম ওসমান খান।
এক বিবৃতিতে সহকারি কমিশনার নেইল বসু বলেন, ‘এ ব্যক্তির পরিচয় কর্তৃপক্ষে জানা ছিল। ২০১২ সালে সন্ত্রাসবাদের অপরাধে তার কারাদ- হয়েছিল। ২০১৮ সালের ডিসেম্বরে সে কারাগার থেকে মুক্তি পায়।’
দিবালোকে ওই ছুরিকাঘাতে আরো তিনজন আহত হয়। এই হামলার ঘটনা দু’বছর আগের লন্ডন ব্রিজের ওপর চালানো তিন ব্যক্তির এক হামলার ঘটনাকে মনে করিয়ে দেয়। তখন ওই হামলায় আটজন নিহত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *