লঞ্চ চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি
২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর সিদ্ধান্ত হলেও নৌযান চলাচলের বিষযে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
শনিবার (২৪ এপ্রিল) এ কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, করোনার এ সময়ে এককভাবে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নিতে পারে না। সরকারের একটি পরামর্শক কমিটি রয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেয়। আমরা সে সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
তিনি আরও বলেন, সরকার যদি সিদ্ধান্ত নেয় নৌযান চলার, আমরা মন্ত্রণালয় দ্রুতই এটি বাস্তবায়ন করবো।