লঞ্চডুবি: উদ্ধার কাজের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি সার্বক্ষণিক উদ্ধার কাজের খোঁজ-খবর রাখছেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর থেকে আসা ময়ূর-২ লঞ্চের ধাক্কায় বুড়িগঙ্গায় ডুবে যায় মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে যাত্রী নিয়ে ঢাকা সদরঘাটের দিকে আসা লঞ্চ এমভি মর্নিং বার্ড।
ফায়ার সার্ভিসের ডুবুরিদের পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে। বেলা ২টা পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করার কথা জানিয়েছেন উদ্ধারকারীরা।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, সরকারপ্রধান লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।