লক্ষ্মীপুরের একদিনে ১৭ জনের করোনাভাইরাস পজিটিভ
চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় লক্ষ্মীপুরের ১৭ জনের নভেল করোনাভাইরাস ধরা পড়েছে।
বৃহস্পতিবার হওয়া নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে একজনের। বিআইটিআইডিতে এদিন মোট ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির জানান, এদিন মোট ১৯ জনের নমুনায় নভেল করোনাভাইরাস পজিটিভ এসেছে। এদের মধ্যে একজন চট্টগ্রাম জেলার, ফেনীর একজন এবং লক্ষ্মীপুরের ১৭ জন রয়েছেন।
চট্টগ্রাম মহানগর ও জেলা ছাড়াও বিভাগের জেলাগুলোর সন্দেহজনক রোগীদের করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে বিআইটিআইডিতে।
চট্টগ্রামের ওই ব্যক্তি নগরীর সরাইপাড়া এলাকার বাসিন্দা এবং তার বয়স আনুমানিক ৬৫ বছর।
এ পর্যন্ত চট্টগ্রামের বিআইটিআইডিতে এক হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৫ জন।
মোট করোনাভাইরাস রোগীদের মধ্যে ৩৩ জন চট্টগ্রামের।এই ভাইরাসে চট্টগ্রামে মারা গেছেন তিনজন।