লকডাউন: ৬ সপ্তাহ পর বাড়ি থেকে বের হল স্পেনের শিশুরা
করোনাভাইরাস মহামারীর কারণে ইউরোপের মধ্যে সবচেয়ে কঠোর ঘরবন্দি নির্দেশনা জারি করা স্পেনে ছয় সপ্তাহেরও বেশি সময় পর শিশুরা বাড়ির বাইরে যাওয়ার সুযোগ পেয়েছে।
দেশটিতে ১৪ বছরের নিচের শিশুদের জন্য বিধিনিষেধ আংশিক তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
নতুন নির্দেশনা অনুযায়ী, স্পেনের ১৪ বছরের কমবয়সী ৬৩ লাখ শিশু প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে মোট এক ঘণ্টার জন্য বাড়ির বাইরে থাকতে পারবে, তবে বাড়ি থেকে এক কিলোমিটারের বেশি দূরে যেতে পারবে না তারা।এ সময় তাদের সঙ্গে একজন অভিভাবক থাকতে হবে এবং এক দলে তিন জনের বেশি শিশু থাকতে পারবে না, সরকারি ঘোষণায় এমনটি বলা হয়েছে বলে সিএনএন জানিয়েছে। শিশুরা তাদের খেলনা নিয়ে বের হতে পারবে।
রোববার সকালে রাজধানী মাদ্রিদে তাদের শিশুদের নিয়ে অভিভাবকদের বাইরে সতর্কভাবে ঘুরতে দেখেছেন সিএনএনএর প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক।
করোনাভাইরাসে মৃত্যুর দৈনিক হার হ্রাস পাওয়ার পর শিশুদের জন্য লকডাউন শিথিল করার এ পদক্ষেপ নিয়েছে স্পেন।
যুক্তরাষ্ট্রের পর বিশ্বের সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত স্পেনে। রোববার দুপুরে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ করা তথ্যানুযায়ী, দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দুই লাখ ২৩ হাজার ৭৫৯ জন এবং মৃতের সংখ্যা প্রায় ২৩ হাজার ছুঁই ছুঁই।