লকডাউন শিথিল, সেলুন-রেস্তোরাঁ খুলছে মস্কোতে
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেয়া লকডাউন শিথিল করায় মস্কোর বাসিন্দারা দুই মাসেরও বেশি সময় পর শহরজুড়ে ফের বাধাহীনভাবে চলাচল করতে পারছেন।
মঙ্গলবার থেকে রাশিয়ার এ রাজধানীতে বিধিনিষেধ শিথিল হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
লকডাউন শিথিল হওয়ায় এখন শহরটির ৬৫ বছরের বেশি বয়সী বাসিন্দাদেরও গণপরিবহনে চড়তে, হাঁটতে কিংবা গাড়ি চালাতে কোনো ধরনের বাধা থাকছে না।
মঙ্গলবার থেকে কর্তৃপক্ষ মস্কোর সেলুন, বিউটি পার্লার ও পশু চিকিৎসা কেন্দ্রগুলোও খুলে দিয়েছে।
আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে ক্যাফে ও রেস্তোরাঁর টেরেস খোলা যাবে। খুলবে মিউজিয়াম ও লাইব্রেরিও।
পরের সপ্তাহ থেকে রেস্তোরাঁর ভেতরে বসে খাওয়ার অনুমতি মিলবে। একই সময় থেকে খুলে দেয়া হবে জিমনেসিয়াম ও সুইমিং পুলগুলো।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমণের হার কমা শুরু করায় বিধিনিষেধ শিথিলের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শহরটিতে গত দুই সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে দুই হাজারের মতো কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে।
মার্চে লকডাউন দেয়ার পর বাসিন্দাদের চলাফেরায় বিধিনিষেধের পাশাপাশি তুলনামূলক অপ্রয়োজনীয় সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছিল।
মঙ্গলবার বিকাল পর্যন্ত রাশিয়ায় চার লাখ ৮৪ হাজারের বেশি মানুষের দেহে নতুন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
এর মধ্যে কেবল মস্কোতেই শনাক্ত আক্রান্ত এক লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে বলে বিবিসি জানিয়েছে।
মঙ্গলবার পর্যন্ত নতুন করোনাভাইরাস দেশটিতে ৬ হাজার ১৩৩ জনের প্রাণও কেড়ে নিয়েছে।