‘লকডাউন’ পহেলা বৈশখ পর্যন্ত
দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় লকডাউনের মেয়াদ বাড়ল আরও তিন দিন
সরকার একদিন আগে ১১ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ রাখার যে ঘোষণা দিয়েছিল, তা ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানিয়েছেন।
রোবাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগে ১১ তারিখ পর্যন্ত ছুটি ছিল। এরপর ১২ ও ১৩ এপ্রিল এখন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর নববর্ষের দিন ১৪ এপ্রিল আগে থেকেই ছুটি ছিল। তার মানে হল, এখন ছুটি বলবৎ থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত।