লকডাউনে দিন আনে দিনে খায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে : মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত না করেই দেশব্যাপী ‘কঠোর লকডাউন’ চাপিয়ে দেয়ার সরকারের হঠকারি সিদ্ধান্তে বিশেষ করে দিন আনে দিন খায়-এ শ্রেণির মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নগদ অর্থ সহযোগিতা কিংবা খাদ্য সহায়তা ছাড়া অপ্রাতিষ্ঠানিক খাতের কোটি কোটি দরিদ্র মানুষকে ঘরে আটকে রাখা রীতিমতো মানবাধিকার লঙ্ঘনের শামিল।
শুক্রবার খুলনা মহানগর বিএনপির উদ্যোগে নগরীর টুটপাড়া কবরস্থান রোড, বসুপাড়া কবরস্থান রোড ও দেবেন বাবু রোডের সাড়ে তিন শতাধিক নিরন্ন, ক্ষুধার্ত মানুষের মাঝে রান্না খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জাফর উল্লাহ খান সাচ্চু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, সাজ্জাদ আহসান পরাগ, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, হাফিজুর রহমান মনি, আনিসুর রহমান আরজু, আব্দুল আলিম, রবিউল ইসলাম রবি, ওহাব শরীফ, আবু বক্কর, শামীম আশরাফ, মিন্টু পাটোয়ারি, ইকবাল হোসেন, শরিফুল ইসলাম সাগর, ইমতিয়াজ আলম, শফি মাস্টার, হেদায়েত হোসেন হিদু, অঅবু তালেব, সাজ্জাত হোসেন জিতু, ওলিয়ার রহমান, ফিরোজ আলম, আল মামুন, দিহান ইসলাম, তুহিন ইসলাম, সেলিম বড়মিয়া, মেজবাউল আলম পিন্টু, নাজমুল হক, ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়