লকডাউনে আটকে পড়া ২৫ পরিবারের পাশে খুলনা ফাউন্ডেশন
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর অঞ্চলের কিছু শিক্ষার্থী মিলে খোলা এই সংস্থাটি দিন বদলের সাথে মানুষের দুঃখ দুর্দশার সাথী হচ্ছে,….এর আগেও যেমন করোনার শুরু থেকেই তারা মানুষের সাহায্যে হাত বাড়িয়েছে,যে ধারা এখন ও রয়েছে অব্যাহত…
আগের কর্মসূচির হাত ধরে,খুলনা ফাউন্ডেশন এবার নগরীর “আলমনগর” এলাকার লকডাউনে থাকা ২৫টি পরিবার সহ মোট ১২৫টি পরিবারের মাঝে উপহারস্বরূপ খাদ্যসামগ্রী পাঠিয়েছে। তাদের এ কার্যক্রম সর্বমহলে প্রশংসা পাচ্ছে।
ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা সদস্য ফারহান সাদিক লাবীব,আব্দুল্লাহ আল মাসুম,ওয়ালিদ আহমেদ,শেখ আব্দুল বাসিত ও স্বেচ্ছাসেবক কর্মী পলক,নিলয়,জুহান,সাবিদ এদের সহায়তায় আজ স্বাস্থ্যবিধি মেনে লকডাউনে থাকা পরিবারের মাঝে উপহারসামগ্রী প্রদান করা হয়।
“অন্তত একটি মানুষের মুখের হাসির কারণ হও”- এই মূলমন্ত্র ধারণ করে ” খুলনা ফাউন্ডেশন” তাদের কাজ শুরু করেছিল,যা তারা অব্যাহত রেখেছে। এবং তাদের কর্মঠ কার্যক্রমের ফলের প্রতিবারেই আগের তুলনায় বেশি পরিবারের মাঝে হাসি ফোটানোর কাজ করে যাচ্ছে। তাদের এই কার্যক্রমে তারা আশেপাশের মানুষের সাহায্য কামনা করেছে