January 21, 2025
জাতীয়লেটেস্ট

র‌্যাব ডিজির দায়িত্ব নিলেন আব্দুল্লাহ আল-মামুন

 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১৫ এপ্রিল) তিনি নতুন এ দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।

এর আগে গত ৮ এপ্রিল এক প্রজ্ঞাপনে র‌্যাব ডিজি বেনজীর আহমেদকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে সিআইডি প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে র‌্যাব ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এদিকে, বুধবার (১৫ এপ্রিল) পুলিশের নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদকে গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাংক ব্যাজ পরানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *