র্যাবের অভিযানে ইয়াবাসহ ২ আটক
দ. প্রতিবেদক
খুলনা থেকে ইয়াবাসহ ২ জন আসামিকে আটক করেছে র্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও ১টি মোটরসাইকেল ও সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে তেরখাদার কাটেংগা গ্রামের মোঃ আব্দুল লতিফ ফকিরের পুত্র মোঃ জনি ফকির (২৮) এবং একই এলাকার মোঃ কেরামত মোল্যার পুত্র মোঃ রজব আলী (১৯)।
র্যাব সূত্রে জানা যায়, গত শুক্রবার আনুমানিক বিকেল ৩টার দিকে র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনার তেরখাদা থানার ৫নং ইউনিয়নের জয়সেনা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উক্ত জয়সেনা গ্রামের ব্রীজের ওপর অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেলে ঘটনাস্থ থেকে কৌশলে পালানোর চেষ্টাকলে ২জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটরসাইকেল ও ১টি সীমকার্ডসহ ১টি মোবইল উদ্ধার পূর্বক জব্দ করে। আটককৃত জনি ফকির ও রজব আলী তেরখাদার কাটেংগা গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে তেরখাদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।