November 26, 2024
খেলাধুলা

রোহিতকে আউট করার বুদ্ধি আমি বলে দিয়েছিলাম: রমিজ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো ইতিহাস গড়েছে পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে ১৩বারের দেখায় প্রথমবারের মতো ভারতকে হারিয়েছে তারা। আর এই অভাবনীয় জয়ের অন্যতম রূপকার ছিলেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটিতে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের পর অধিনায়ক বিরাট কোহলিকেও সাজঘরে পাঠান শাহিন। এর মধ্যে রোহিতকে রীতিমতো নাস্তানাবুদই করেছিলেন এ তরুণ বাঁহাতি পেসার।

আর রোহিতকে আউট করার কৌশল পাকিস্তান দলকে বলে দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান বোর্ড সভাপতি রমিজ রাজা। বিশ্বকাপ খেলতে বাবর আজমরা দেশ ছাড়ার আগেই রমিজ এটি বলেছিলেন।

বিবিসি পডকাস্টে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে প্রধান নির্বাচককে নিয়ে আমার কাছে এসেছিল বাবর আজম। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ভারতের বিপক্ষে দলের পরিকল্পনা কী?’

‘বাবর তখন উত্তর দিলো, আমাদের একটা পরিকল্পনা আছে এবং আমরা ক্রিকভিজ (ক্রিকেটীয় ডাটা এনালিস্ট) ব্যবহার করি, সেই অনুযায়ী তথ্য পেয়ে থাকি।’

‘এটি শোনার পর আমি বললাম, বুঝতে পেরেছি। তবে ভারতও নিশ্চয়ই ক্রিকভিজ ব্যবহার করবে এবং তোমাদের বিপক্ষে নির্ধারিত পরিকল্পনা করেই এগুবে। তাই এটি আমাদের জন্য কোনো কাজেরই না।’

এসময় রোহিতকে আউট করার পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘আমি তোমাকে (বাবর) বলতে পারি রোহিতকে কীভাবে আউট করতে হবে। শর্ট লেগ এবং থার্ডম্যানে ফিল্ডার রেখে শাহিনকে দ্রুতগতির ইনসুইং ইয়র্কার করতে বলবে। সিঙ্গেল আটকে রেখে তাকে স্ট্রাইকে রাখবে। এভাবেই আউট করতে পারবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *