রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধান দরকার : বান কি মুন
দক্ষিণাঞ্চল ডেস্ক
রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে তাদের নিরাপদে ফেরত নেওয়ার ব্যবস্থা করার জন্য মিয়ানমারের প্রতি আহŸান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। গতকাল শনিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু একটি দুঃখজনক ঘটনা। আমি মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের বিষয়ে মানবিক সমর্থনের আহŸান জানাচ্ছি। গত জুনে আমি যখন বাংলাদেশে এসেছিলাম, তখন রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম। সেখানে ১১ লাখ রোহিঙ্গা রয়েছে, তাদের অবস্থা বর্ণনা করা মুশকিল।
বাংলাদেশের প্রশংসা করে বান কি মুন বলেন, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়নসহ অন্যান্য বিষয়ে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তন নিয়ে আমি সারা বিশ্বে কথা বলি, বাংলাদেশ যেভাবে নিজেদের অ্যাডাপ্ট (খাপ খাওয়ানো) করছে, সেটির কথা বলি।’ বাংলাদেশে দক্ষিণ-পূর্ব এশিয়া অ্যাডাপ্টেশন সেন্টার স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে আগ্রহী।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বান কি মুন আগামী মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ঢাকা আসবেন। প্রসঙ্গত, বান কি মুন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কনভোকেশনে বক্তব্য দেওয়ার জন্য ঢাকা এসেছেন।