রোহিঙ্গা ভোটার: নির্বাচনকর্মীসহ গ্রেফতার ৩ জন রিমান্ডে
দক্ষিণাঞ্চল ডেস্ক
রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা এবং ল্যাপটপ হারানোর ঘটনায় নিবাচন কমিশনের এক কর্মীসহ গ্রেফতার তিন জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দিন জানিয়েছেন।
তিনি বলেন, মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট তাদের তিন জনকে আদালতে হাজির করে সাতদিনে হেফাজতের নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে বিচারক জয়নালকে তিন দিন এবং তার দুই সহযোগী বিজয় দাশ ও তার বোন সীমা দাশকে একদিনের হেফাজতে নেওয়ার অনুমতি দেন।
সোমবার রাতে জয়নাল আবেদিন ও তার দুই সহযোগীকে আটক করে পুলিশে দেয় চট্টগ্রাম জেলা নিবার্চন অফিস। পরদিন ভোরে ডবলমুরিং থানা নিবার্চন কমর্কতা পলবী চাকমা বাদি হয়ে পাঁচজনকে আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা করেন।