রোহিঙ্গা ফেরত পাঠানোয় কূটনৈতিক ব্যর্থতা নেই : ওবায়দুল
দক্ষিণাঞ্চল ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোয় কূটনৈতিক ব্যর্থতা নেই। মিয়ানমারের ওপর বহির্বিশ্বের চাপ বাড়ছে একদিন না একদিন সফল হবে।
তিনি বলেন, চাপ আগের চেয়ে কমেনি বরং বাড়ছে এটাই কূটনৈতিক সফলতা। মিয়ানমারের উপর চাপ বেড়েই চলছে কাজেই এখানে আমাদের কূটনৈতিক ব্যর্থতা নেই।
রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় ওবায়দুল কাদের বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল বিএনপি।
তিনি বলেন, এই মুক্তিযুদ্ধের দেশে বিএনপি নামক সা¤প্রদায়িক দলের পরিণতি ক্রমসংকোচন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধীদলের নাম হচ্ছে বিএনপি।