রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের মূল লক্ষ্য : স্থানীয় সরকার মন্ত্রী
দক্ষিণাঞ্চল ডেস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে উদ্বাস্তু মিয়ানমারের নাগরিকদের আশ্রয় দিয়েছেন। তাদের প্রত্যাবাসন করাই এখন আমাদের মূল লক্ষ্য। এ বিষয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।’
গতকাল শুক্রবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি ক্যাম্প-৪ এক্সটেনশনে সুপেয় পানির পাম্প উদ্বোধন করেন। এই পাম্প নির্মাণে কাজ করেছে স্থানীয় সরকার প্রকৌশল ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।
এসময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের জন্য সহযোগিতা বৃদ্ধি করতে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি। জনসংখ্যার কারণে কক্সবাজারের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পানি জলাশয় এবং বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন আরও বাড়াতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালউদ্দীন আহমেদ, এলজিইডি-র প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমান, অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবন্তী রায়সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা।