November 28, 2024
জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন পুলিশ, বিজিবি ও র‌্যাব এর প্রধান

(বাসস) : আগামীকাল মঙ্গলবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসছেন পুলিশ, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও র‌্যাপিড একশন ব্যাটালিয়নের প্রধানরা।
কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন জানিয়েছেন- পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম মঙ্গলবার সকালে বিমানযোগে কক্সবাজার আসবেন।
এসপি জানান, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তাঁরা রোহিঙ্গাদের নিরাপত্তা ও সার্বিক আইনশৃংখলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য কর্মপন্থা নির্ধারণ করবেন।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পের চতুর্দিকে কোন প্রাচীর বা ঘেরা না থাকায় বিপুল সংখ্যক রোহিঙ্গাকে নিয়ন্ত্রণে রাখা আইন প্রয়োগকারি সংস্থার পক্ষে কঠিন হয়ে পড়েছে। রোহিঙ্গারা সহজে ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন অপরাধ কর্মে জড়িয়ে যাচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *