December 26, 2024
জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জর্ডানের রাজকন্যা

দক্ষিণাঞ্চল ডেস্ক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জর্ডানের রাজকন্যা প্রিন্সেস সাফা ফিরাজ। তিনি সোমবার বেলা ১২টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্পে বিশ্বখাদ্য সংস্থার (ডব্লিওএফপি) অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা রিক পরিচালিত বেসরকারি ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় সংস্থাটির কর্মকতাদের সঙ্গে কথা বলেন প্রিন্সেস। পরে তিনি বালুখালী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ট্রানজিট ক্যাম্পে যান। এসময় তিনি সেখানে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বিভিন্ন বৈশ্বিক সংস্থার কার্যক্রম এবং রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কক্সবাজারে দুইদিনের সফর শেষে মঙ্গলবার (২২ জানুয়ারি) ঢাকায় ফেরার কথা রয়েছে জর্ডানের রাজকন্যা প্রিন্সেসের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *