November 25, 2024
আন্তর্জাতিক

রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

দক্ষিণাঞ্চল ডেস্ক

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তৃতীয়বারের মতো জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক বিষয়ক কমিটিতে (তৃতীয় কমিটি) বৃহস্পতিবার বিপুল ভোটে প্রস্তাবটি পাশ হয়।

এবারের প্রস্তাবে রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন উপায়ের সঙ্গে মিয়ানমারকে কী কী পদক্ষেপ নিতে হবে তা স্পষ্টভাবে উলে­খ করা হয়েছে বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জানিয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, এই প্রস্তাব নিরাপত্তা পরিষদকে রোহিঙ্গা সমস্যার সমাধানে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহŸান জানিয়েছে, যা নিরাপত্তা পরিষদের উপর সরাসরি চাপ সৃষ্টি করবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যর্থতার জন্য মিয়ানমারকে দায়ী করে সুস্পষ্ট রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন ও প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরিসহ সুনির্দিষ্ট ১০টি বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪০টি দেশ; বিপক্ষে দিয়েছে চীন ও রাশিয়াসহ নয়টি দেশ; এবং ভোট দেওয়া থেকে বিরত ছিল ৩২টি দেশ। প্রস্তাবটি ভোটে যাওয়ার আগে এর পক্ষে ভোট দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখে ফিনল্যান্ড (ইইউ), কানাডা, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা।

তৃতীয় কমিটিতে গৃহীত এই প্রস্তাব আগামী মাসে সাধারণ পরিষদের প্লেনারিতে উপস্থাপিত হবে। ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে প্রস্তাবটি এবার উপস্থাপন করে সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ড।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন শুরু থেকেই এই প্রস্তাব প্রক্রিয়াকরণ, উপস্থাপন ও গ্রহণের ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। মিয়ানমারে সেনা নিপীড়নের মুখে ২০১৭ সালের আগস্টে লাখ রোহিঙ্গা নাগরিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর ওই বছরই এই কমিটিতে প্রথম প্রস্তাব পাস হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *