রোহিঙ্গাদের পাসপোর্ট: ট্র্যাভেল এজেন্সির মালিক গ্রেপ্তার
দক্ষিণাঞ্চল ডেস্ক
রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকার বাসাবো এলাকা থেকে একটি ট্র্যাভেল এজেন্সির মালিককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আতিকুল রহমান আজিজিয়া ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক।
গতকাল সোমবার বাসাবোতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান। তিনি বলেন, এ অভিযানের আতিকুলের বিপুল পরিমাণ অর্থ সম্পদের তথ্য পাওয়া গেছে।
অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে সাড়ে চার লাখ ডলার, সিঙ্গাপুরে ৬০ হাজার ডলার, দেশে ইসলামী ব্যাংকে ৫০ লাখ টাকার এফডিআর, অস্ট্রেলিয়ায় বাড়ি আছে তার। গতকাল তার ৭০ লাখ টাকা লেনদেনের প্রাথমিক প্রমাণও পাওয়া গেছে।
এই র্যাব কর্মকর্তা বলেন, আতিকুল রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানিয়ে’ পাসপোর্ট করে দিতেন- এমন খবরে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বেশ কিছু পাসপোর্টও পাওয়া গেছে বলে মহিউদ্দিন ফারুকী জানান।