রোববার থেকে সাময়িক বন্ধ সোনার বাংলা-উপকূল এক্সপ্রেস
দেশের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণপূর্বক আন্তঃনগর ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস চলাচল সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী রোববার (২১ জুন) থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা ও ঢাকা-নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস বন্ধ করা হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে ট্রেন দুটি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর দিকে ৬৬ দিন ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে পুনরায় চালু হয় ট্রেন। বর্তমানে দেশব্যাপী বিভিন্ন রুটে মোট ১৯ জোড়া যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল করছে।