রোটারি খুলনা রিজিয়নের ইয়ার লাঞ্চিং অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
রোটারি খুলনা অঞ্চলের পশুর, কংস ও চিত্রা এই তিন রিজিয়নের ইয়ার লাঞ্চিং ও কলার পরিবর্তন অনুষ্ঠান আজ শুক্রবার সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ও ভার্চুয়াল ডিজিটাল মিটিং প্লাটফর্ম জুম-এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের চেয়ারম্যান হিসেবে জুমের মাধ্যমে ব্যক্তব্য রাখেন সিনিয়র রোটারিয়ান বেগম ফেরদৌসী আলী। অনুষ্ঠান পরিচালনা করেন কো-চেয়ার ডাঃ সৈয়দ আবু সাঈদ চন্দন। ঢাকা থেকে জুমের মাধ্যমে যুক্ত হন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১-এর গভর্নর এম রুবাইয়াত হোসেন, ডিজিই মুস্তাসিম বিল্লাহ ফারুকী, ডিজিএন এম এ ওহাব ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রতিটি রিজিয়নের রিজিয়ন চেয়ারের নেতৃত্বে ক্লাবের সদ্য বিদায়ী প্রেসিডেন্টগণ নব নিযুক্ত প্রেসিডেন্টগণের কাছে কলার হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন রিজিয়ন এডভাইজার রেজাউল করীম, রিজিয়ন চেয়ার ফরহাদ হোসেন আকন্দ পম্পি, নুরুল ইসলাম ও মাহমুদুর রহমান কার্নি, জোন চেয়ার মোল্লা মারুফ রশিদ, রফিকুল ইসলাম, রুমা নন্দী, ডা. গাজী মিজানুর মিজানুর রহমান, ডেপুটি গভর্নর আল জামাল ভূইয়া, মাহমুদ সোহেল, আশিষ দে, চৌধুরী রায়হান ফরিদ, এ্যাসিসটেন্ট গভর্নর মোহাম্মদ আলী সনি, মোল্লা আবু জাফর, মফিদুল ইসলাম টুটুল, মিজানুর রহমান জুয়েল, মুক্তি দাস, আজিজুল হাসান দুলু, মোস্তাফিজুর রহমান, কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী, পলাশ সাহা, রিজিয়ন সেক্রেটারী মোহাম্মদ শামীম, অরিন্দম দেবনাথ
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম নজরুল ইসলাম, রোটারিয়ান মো: আজিজুল ইসলাম, রোটারিয়ান মিলন কুমার হাওলাদার, রোটারিয়ান এস এম শামসুল আরেফিন রনি, রোটারিয়ান মীর বরকত আলী, রোটারিয়ান মোহাম্মদ মহিবুল্লাহ, রোটারিয়ান কাওসার পারভেজ, রোটারিয়ান শেখ ওমর ফারুক, রোটারিয়ান সুদেব চন্দ মন্ডল, রোটারিয়ান নন্দিতা চক্রবর্তী, রোটারিয়ান আলতাফ হোসেন, রোটারিয়ান ইঞ্জিঃ জাহাঙ্গীর আলম, রোটারিয়ান ইঞ্জি. মাহবুবুর রহমান শামীম, রোটারিয়ান মোঃ আনোয়ারুল হক স্বাধীন, রোটারিয়ান ইঞ্জি. নাজমুল হুদা, রোটারিয়ান বিশ্বজিত দে মিঠু, রোটারিয়ান মোঃ লুৎফুল কবীর টিটু, রোটারিয়ান রেবেকা রহমান, রোটরিয়ান অসিম রায়।