রোটারি ক্লাব অব সুন্দরবনের কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার রোটারী ক্লাব অব সুন্দরবনের (আর আই ডিস্ট্রিক ৩২৮১ বাংলাদেশ) উদ্যোগে শতাধিক দুস্হ প্রতিবন্ধিকে কম্বল বিতরণ করেন। রুপসা মাধ্যমিক বিদ্যালয়ে বিকাল ৪ টায় কম্বল বিতরণ করা হয়। রোটারিয়ান নেতৃবৃন্দ সকলকে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন আসুন সকলে শীতার্ত ছিন্নমুল মানুষের পাশে দাড়াই। আলোচনা করেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটাঃলিডার কামরুল করিম, সভাপত্বিত্ব করেন আইপিপি রোটাঃ মোঃ মফিদুল ইসলাম টুটুল, রোটাঃওয়াদুদ হোসেন, রোটাঃ আসাদুজ্জামান সোহাগ, রোটাঃ ইউনুস আলী, রোটাঃ রুমা নন্দী, রোটাঃ এমএ বারেক, রোটাঃ মোহাম্মদ মোস্তফা, রোটাঃ মোরশেদ উজ্জামান, রোটা মোক্তাদির রহমান, রোটাঃ নন্দীতা চক্রবর্তী, রোটাঃশচীন সাহা, রোটাঃ হেকিম মতিয়ারা, রুপসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শি¶ক মজিবর রহমান, শিক্ষাবিদ ও সাংবাদিক অমিয় কান্তি পাল প্রমুখ। প্রতিবন্ধি সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।