রোটারি ক্লাব অব খুলনা সিটির উদ্যোগে ৫ হাজার চারা গাছ রোপণ ও বিতরণ
খবর বিজ্ঞপ্তি
‘গাছ লাগাই পরিবেশ বাচাই’ এ শ্লোগানকে সামনে রেখে রোটারি ক্লাব অব খুলনা সিটির উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ৫ হাজার ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা গাছ রোপণ ও বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় জোড়াগেট সি এন্ডবি কলোনি সমাজ কল্যাণ ও প্রতিরক্ষা সমিতির সামনে ও সিএন্ডবি মাঠ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ করা হয় এবং আদর্শ (মডেল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল স্কুল ছাত্র-ছাত্রীদেরকে গাছের চারা বিতরণ করা হয়। এরপরে পিডবিøউ ডি মাধ্যমিক বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রীদের কে গাছের চারা বিতরণ করা হয় এবং স্কুলের মাঠে গাছের চারা রোপন করা হয়। এবং ডায়াবেটিক হাসপাতালের সামনে গাছের চারা রোপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা জেলা পরিষদের সদস্য, অ্যাসিস্টেন্ট গর্ভণর, রোটারিয়ান পি পি চৌধুরী রায়হান ফরিদ, দৈনিক তথ্য’র সম্পাদক ও রোটারিয়ান পি পি মোঃ হাবিবুর রহমান, রোটারি ক্লাব অব খুলনা সিটির প্রেসিডেন্ট নাজমুল হুদা চৌধুরী সাগর, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা আনোয়ারুল হক স্বাধীন, পি ডবিøউ ডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লিয়াকত হোসেন, আদর্শ (মডেল) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এলিজা পারভিন, ম্যানেজিং কমিটির সভাপতি মফিজুর রহমান, দৈনিক জন্মভূমি বার্তা সম্পাদক সোহরাব হোসেন, ক্লাব সেক্রেটারি জাহিদুল ইসলাম আজাদ মুন্না, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান খান ইমরান আহমেদ, প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান এস এম জাহিদ সিদ্দিক জলি, ক্লাব ট্রেজারার রোটারিয়ান মাহমুদ আলী নান্নু, ডাইরেক্টর রোটারিয়ান আজিজুল হক, সাংবাদিক ও রোটারিয়ান মোসলেহ উদ্দিন তুহিন, রোটারিয়ান শেখ মনির আহমেদ মুন্না, ডাইরেক্টর রোটারিয়ান ইসমাইল হোসেন বাবু, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান নাসরিন ইসলাম, রোটারিয়ান মুস্তাইন আহমেদ, রোটারিয়ান সুরাজ পারভীন, রোটারিয়ান জিয়া হাসান, রোটারিয়ান কামরুজ্জামান, রোটারিয়ান ন্যান্সি ইফাতসহ শিক্ষক, শিক্ষার্থীরা।