রোজা রেখে কৃষকের ধান কেটে দিলো দিঘলিয়া উপজেলা ছাত্রলীগ
দ. প্রতিবেদক : খুলনার দিঘলিয়া উপজেলায় রোজা রেখে কৃষকের ধান কেটে বাসায় পৌঁছে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতারা।
শনিবার দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ফোরকান আহমেদ রনির নেতৃত্বে নেতাকর্মীরা জোহরের নামাজ পড়ে পূর্ব সেনহাটীর কৃষক মোঃ মোশারফ হোসেনের দুই বিঘা জমির পাকা ধান কেটে বাসায় পৌঁছে দেন। এরপর সবাই একত্রে ইফতার করেই বাড়ি ফেরেন।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা রনি দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তার শীলা এবং জেলা ছাত্রলীগ শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশনায় করোনা মোকাবেলায় হতদরিদ্র মানুষের জন্য নানামুখী কর্মকাণ্ডের অংশ হিসাবে দিঘলিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এই সংকট মোকাবেলায় রোজা রেখেও এক অসহায় প্রান্তিক কৃষকের পাকা ধান কেটে দিয়েছে।
তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান। দেশের যে কোন সংকট মোকাবেলায় প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতেও আমরা ভয় পাবোনা। ভালো কাজের সাথে আছি থাকবো।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার এমন ভাল কাজের জন্য দিঘলিয়া ছাত্রলীগের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের কল্যাণে ছাত্রলীগ সদা জাগ্রত। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ছাত্রলীগের ছেলেরা দেশের জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
কৃষকের ধান কাটতে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বারাকপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাহিদুল চৌধুরী, উপ-প্রচার সম্পাদক আবু সুফিয়ান, সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মাহমুদ শাওন, উপ-বিজ্ঞান সম্পাদক ও সেনহাটীর যুগ্ন-আহবায়ক সজীব তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা মোল্যা মাহমুদ শাওন, মীর রাসেল মাহমুদ, সোহেল হোসেন, মহিউদ্দিন আহমেদ, মহসিন সরদার রিশাদুল ইসলাম, সৈয়দ জাবেদ হোসেন, মাহফুজ মোল্যা, আবুল কালাম, গোলাম রাব্বী আকাশ, হেদায়েত মোল্যা, সুলতান সালাউদ্দিন আরিফ, আমিনুর রহমান, আহাদ আলী, নিজামুল ইসলাম রুমী, আবু বক্কার, শেখ ইমাম আলী, নাজমুস সাকিব, শোভন ফারদিনসহ দিঘলিয়া, সেনহাটী, বারাকপুর ও চন্দনীমহল ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।