রেস্টুরেন্টে মাস্ক-স্যানিটাইজার বিক্রি, জরিমানা ১৫ লাখ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটের প্রভাবে রেস্টুরেন্ট ব্যবসা মন্দা চলছে অনেকদিন। তবে চাহিদার বিষয় বিবেচনায় রেস্টুরেন্টেই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও টেস্টিং কিট বিক্রি শুরু করেন দোকানী।
শুধু অনুমোদন ছাড়াই রেস্টুরেন্টে সার্জিক্যাল সামগ্রী বিক্রয় নয়, সেখানে বিক্রি হচ্ছিলো ভুয়া এন-৯৫ মাস্ক, ভুয়া হ্যান্ড স্যানিটাইজার ও অনুনোমোদিত ডেঙ্গুর টেস্টিং কিট। এসব অপরাধে রাজধানীর পল্টনে বৈশাখী সার্জিক্যাল নামে এক প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মে) র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পলাশ বসু বাংলানিউজকে বলেন, বৈশাখী সার্জিক্যাল মূলত বৈশাখী রেস্তোরাঁ। করোনায় রেস্তোরাঁ ব্যবসা না থাকায় ড্রাগ লাইসেন্স ছাড়াই সেখানে সাময়িক সময়ের জন্য সার্জিক্যাল স্টোর খুলে বসে তারা।
অভিযানে সেখানে বিপুল পরিমাণ অবৈধ এন-৯৫ মাস্ক, ভুয়া হ্যান্ড সেনিটাইজার, অনুমোদনহীন ডেঙ্গু টেস্টিং কিটসহ বিভিন্ন মেডিক্যাল সরঞ্জাম পাওয়া যায়। এসব অপরাধে বৈশাখী সার্জিক্যালের মালিক সাইফুলকে ১৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ সময় আমির হোসেন নামে এক দালালকে আরও ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ।