রেশনের দোকানে মদ বিক্রির আবেদন, যা বললেন শ্রীলেখা
রেশনের দোকানে মদ বিক্রির অনুমতি চেয়ে ভারতের কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছেন দেশটির রেশন ডিলারদের সংগঠন। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। আর সেই খবরের স্ক্রিন শর্ট শেয়ার করে ক্ষোভ ঝেরেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
প্রশ্ন ছুড়ে দিয়ে ভারতীয় বাংলা সিনেমার আলোচিত এই অভিনেত্রী বলেন—‘কই গেলেন যারা আমার জন্মদিনের ভিডিও দেখে গেলো গেলো রব তুলেছিলেন? যান রেশনের দোকানে লাইন দিন, সস্তায় পাবেন। দুয়ারে এসেও দিয়ে যেতে পারে। তাকদুম তাকদুম।’
গত ৩০ আগস্ট ছিল শ্রীলেখার জন্মদিন। এ উপলক্ষে ২৯ আগস্ট দিবাগত রাতে নিজের বাসায় ঘরোয়া পার্টির আয়োজন করেন। তার মেয়ে ছাড়াও আরো বেশ কজন কাছের মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ দিনে আনন্দে মেতে উঠেন এই অভিনেত্রী।
নিজের জন্মদিনের পার্টিতে নানা পদের খাবারের পাশাপাশি মদ পানের ব্যবস্থাও করেছিলেন শ্রীলেখা। আর সেই পার্টিতে মদ খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী। আর পুরোনো বিতর্কের বিষয়টি নতুন করে সামনে আনলেন তিনি।