রেল শ্রমিক ইউনিয়ন খুলনা শাখার সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়ন খুলনা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন সংগঠন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ মনোয়ার হোসেন। মোঃ সিদ্দিকুর রহমানের পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)’র খুলনা জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কার্যাকরী সভাপতি গোলাম মোক্তাদির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, খুলনা শাখার আইন বিষয়ক উপদেষ্টা এড. মোঃ বাবুল হাওলাদার। বক্তব্য রাখেন কৃষক সমিতির এস এ রশীদ, রঙ্গলাল মৃধা, রুস্তম আলী হাওলাদার, নিতাই পাল, মোঃ মনিরুজ্জামান হেলাল, রুহুল আমিন, ফজলুল বারী মল্লিক, উত্তম রায় প্রমুখ।