রেলের নতুন ডিজি মো. শামছুজ্জামান
দক্ষিণাঞ্চল ডেস্ক
রেলের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) মো. শামছুজ্জামান। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ দিয়ে আদেশ জারি করে।
মো. শামছুজ্জামান ১৯৮৩ সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাস করে ১৯৮৫ সালে পাবলিক সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ হন। কর্মজীবনের শুরু বাংলাদেশ রেলওয়েতে। এরপর তিনি রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
মহাপরিচালক হওয়ার আগে ২০১৬ সাল থেকে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) (২য় গ্রেড) দায়িত্ব পালন করে আসছিলেন। পেশাগত জীবনে তিনি বহু প্রশিক্ষণে অংশ নিয়েছেন। পেশাজীবনের বাইরে সাহিত্যের প্রতি ঝোঁক রয়েছে। লিখেছেন একাধিক পুস্তক। লেখার মূল উপজীব্য মুক্তিযুদ্ধ।
তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘খালপাড়ের পদাবলী’ (গল্পগ্রন্থ), ‘স্বপ্নের দোলাচল’ (গল্পগ্রন্থ), ‘খাম্বিরির গন্ধ’ (গল্পগ্রন্থ), ‘বানভাসি একজন’ (কবিতা) ও নানারকম পদ্য (নিবন্ধ) ও সংঘ প্রকাশনী থেকে ‘ঘুমন্ত চাঁদ’ (কবিতা) ইত্যাদি।