December 26, 2024
আঞ্চলিক

রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট খুলনা জেলা ইউনিটের উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদের সহযোগীতায় গতকাল শুক্রবার বটিয়াঘাটা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শীত বস্ত্রবিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট’র আজীবন সদস্য এসএম ফরিদ রানা, ইউনিট লেভেল অফিসার মঈনুল ইসলাম পলাশ, সাবেক ভিপি অনপিম বিশ্বাস, সাংবাদিক বিবেক বিশ্বাস, হিরামন সাগর, প্রধান শিক্ষক খলিলুর রহমান, ইসরাইল বিশ্বাস, আজিজ শেখ, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র মন্ডল, সাবেক ছাত্রনেতা বিএম আব্দুল হাই, আক্তারুজ্জামান আক্তার, বিএম এনামুল হক মনি, ইউপি সদস্য আব্দুর সাত্তার, সাবেক মেম্বর গাজী আহম্মদ আলী, রকিবুদ্দীন শেখ, বাবলু বিশ্বাস, ডা: সুভাস মন্ডল, নিমাই রায়, এসএম শাহিন আলম, মোজাফ্ফারমোল্যা, রমজান শেখ, হাবিবুর রহমান, শরিফুল, আমজেদ শেখ, জেলা রেড ক্রিসেন্ট’র যুব প্রধান মাহমুদুল ইসলাম সনেট, আল-আমিন শেখ, এসএম রাহাত জামিল, আল-আমিন ইসলাম তারেখ, মেহেদী হাসান, ছাত্রলীগনেতা সাগর নিলয়, মৃত্যুঞ্জয় বিশ্বাস, শিবলী নোমানসহ বিভিন্ন পর্যয়ের গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা দুটির আকড়া, সুন্দরমহল, গাওঘরা গ্রামে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *