November 29, 2024
বিনোদন জগৎ

রূপে-বুদ্ধিতে মুগ্ধ করে ‘মিস ইউনিভার্স’ হারনাজ

‘বর্তমান সময়ের যুবক-যুবতীরা নিজেদের উপর বিশ্বাস রাখতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। মনে রাখতে হবে, আপনি সবার চেয়ে আলাদা— এই বিশ্বাসই আপনাকে সুন্দর করে তোলে।

অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। পৃথিবীতে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। সেগুলি নিয়ে আলোচনা করতে হবে। ’

কঠিন পরিস্থিতির কাটিয়ে উঠতে নারীদের এভাবে পরামর্শ দিয়ে ‘মিস ইউনিভার্স’-এর খেতাব জিতে নিলেন ভারতের পাঞ্জাবের মেয়ে হারনাজ সান্ধু। সুস্মিতা সেন ও লারা দত্তের পর ২১ বছরের ব্যবধানে ভারতকে এই অর্জন এনে দিলেন তিনি।

‘মিস ইউনিভার্স’র মঞ্চে বিচারকদের মুখোমুখি হয়ে কঠিন সব প্রশ্নের চমৎকার উত্তর দিয়ে তাক লাগিয়ে দেন তিনি। বিশেষ করে নারীদের আত্মবিশ্বাস বাড়াতে তার বার্তা সবার মন ছুঁয়ে যায়। আর এতেই বিজয়ীর মুকুট মাথায় পরেন হারনাজ।

নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘সামনে আসুন, নিজের কথা বলুন, আপনার জীবনের নেতৃত্বে আপনিই। আপনার মতমতও আপনারই। আমি আজ নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। তাই আমি এখানে দাঁড়াতে পেরেছি। ’

হারনাজের সঙ্গেই মিস প্যারাগুয়ে এবং মিস সাউথ আফ্রিকাকেও একই প্রশ্ন করা হয়েছিল। নিজের বুদ্ধিমত্তায় বাকি দু’জনকে পেছনে ফেলেন এই ভারতীয় সুন্দরী।

চণ্ডীগড়ের শিখ পরিবারে জন্ম হারনাজের। মিস ইউনিভার্স হওয়ার আগে হারনাজ অনেক সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপা জিতেছেন।

২০১৭ সালে মিস চণ্ডীগড়ের খেতাব জিতেছিলেন তিনি। ২০১৮ সালে হারনাজ ‘মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়া’র খেতাব পেয়েছিলেন। কিন্তু, এখানেই থেমে থাকেননি। হারনাজ মিস ইন্ডিয়া ২০১৯-এ অংশগ্রহণ করেন। সেখানে তিনি শেষ ১২-তে জায়গা করে নিয়েছিলেন।

 

মিস ইন্ডিয়ার খেতাবের কাছাকাছি পৌঁছেও হাল ছাড়েননি হারনাজ। ফের পুরোদমে প্রস্তুতি শুরু করেন। যার ফলে এবার তিনি জিতে নিয়ে এলেন ‘মিস ইউনিভার্স’র খেতাব। এছাড়া ২০২১ সালে ‘মিস ডিভার’ মুকুটও ওঠে তার মাথায়।

চণ্ডীগড়ের শিবালিক পাবলিক স্কুল এবং পোস্ট গ্রাজুয়েট গভর্নমেন্ট কলেজ ফর গার্লস থেকে পড়াশোনা করেছেন হারনাজ সান্ধু। কাজ করেছেন দুইটি পাঞ্জাবি সিনেমাত

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *