January 22, 2025
আঞ্চলিক

রূপসা মহাশ্মশান কালী মন্দির কমিটির প্রার্থনা সভা

খবর বিজ্ঞপ্তি

বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, সোনালী বিড়ি ফ্যাক্টরীর স্বত্বাধিকারী ও রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির অন্যতম সদস্য সুনীল কুমার সাহার আত্মার শান্তি কামনায় রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটি উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় রূপসা মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে সুনীল কুমার সাহা’র মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটি’র নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, সাবেক সভাপতি গোপী কিষাণ মুন্ধড়া, অরবিন্দু সাহা, রতন কুমার নাথ,স্বপন সরকার, ননী গোপাল সাহা, সমরেশ সাহা, নিমাই কর্মকার, তপা হালদার, দেবাশিষ কর্মকার, নিতাই বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, স্বপন রায়, বিশ্বজিৎ দে মিঠু, রাম পোদ্দার, বিকাশ সাহা, বিপ্লব সাহা লব, উজ্জ্বল ব্যানার্জী, শেখর রায়, শিবু রায়, ভবেশ সাহা, পুলকেশ সাহা, বাবলু বিশ্বাস, অশোক ঘোষ, দুলাল সরকার, নারায়ণ দাস, জয় মণ্ডল, সাধন রায়, সুরেশ চক্রবর্তী, রবীন দাস, শরৎ ঢালী, তাপস দাস, অনুপ সরকার, পরিমল শীল, বাবু শীল, মানিক শীল, হরিপদ দাস, মহেশ চক্রবর্তী প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *