রূপসা-বাগেরহাট অটো রিক্সা অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের আলোচনা
সভায় নেতৃবৃন্দের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
রূপসা-বাগেরহাট অটো রিক্সা, অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলামের বিরুদ্ধে স¤প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে পূর্ব রূপসাস্থ হকার্স ইউনিয়ন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ হানিফ শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এঘটনার সাথে জড়িত ব্যক্তিকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি মোঃ হানিফ শেখ, সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক খান, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান হাতেম, রূপসা উপজেলা যুব শ্রমিক লীগের সভাপতি মুন্সি রায়হান, সাধারণ সম্পাদক হায়দার আলী খাঁন, পূর্ব রূপসা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদ মুন্সি, সাধারণ সম্পাদক ইসহাক শেখ, পূর্ব রূপসা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক এসএম সোহেল হোসেন লিটন।
সভায় বক্তারা বলেন, রূপসা-বাগেরহাট অটোরিক্সা, অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৮৩১) জেডিএল কর্তৃক অনুমোদিত একটি ট্রেড ইউনিয়ন। ইউনিয়নের সিদ্ধান্ত মোতাবেক মাহিন্দ্র প্রতি ২০ টাকা করে চাঁদা আদায় করা হয়। অথচ ‘ত’ অদ্যক্ষর নামে ব্যক্তি তার ফেসবুক আইডিতে উলেখ করেছেন ইউনিয়নের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মাহিন্দ্র প্রতি ১৩০টাকা করে আদায় করা হয় বলে উলেখ করেছেন। যা আদৌ সঠিক নয়। যেটা ছিলো পূর্বের কমিটির ক্ষেত্রে। নেতৃবৃন্দ এহেন মন্তব্যের নিন্দা জানিয়েছেন।