রূপসা নদীতে পড়ে মাঝি নিখোঁজ
দ. প্রতিবেদক
রূপসায় হান্নান (৫৫) নামে এক নৌকার মাঝি নদীতে পড়ার ১২ ঘন্টা অতিবাহিত হলেও উদ্বার করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, উপজেলার আইচগাতি ইউনিয়নের জেলখানাঘাট থেকে সিংহেরচর খেয়াঘাট পর্যন্ত কয়েকটি নৌকা যাত্রী নিয়ে পারাপার করে প্রতিনিয়ত। গতকাল বুধবার সকাল ১০টায় সিংহেরচর থেকে যাত্রী নিয়ে নৌকার মাঝি হান্নান সানা জেলখানাঘাটে আসছিল। ঘাটে নৌকা ভেড়ানোর সময় ফেরীর পল্টুনের সাথে নৌকাটি ধাক্কা লাগে। এসময় পিছনে থাকা নৌকার মাঝি হান্নান নদীতে পড়ে যায়। ঘটনার পর একদল ডুবরি বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্বার করতে পারেনি। হান্নান কয়রা উপজেলার বায়লারহারানিয়া গ্রামের মৃত এফরান সানার ছেলে। সে পরিবার নিয়ে সিংহেরচর এলাকায় বসবাস করতেন।
এ ব্যাপারে আইচগাতি ক্যাম্প পুলিশের ইনচার্জ মো: ইব্রাহিম জানান, নৌকাটি ফেরীর পল্টুনের সাথে ধাক্কা লাগলে হান্নান পানিতে পড়ে যায়। ঘটনার পর থেকে বিকাল ৫টা পর্যন্ত উদ্বার অভিযান চালালেও তাকে উদ্বার করা সম্ভব হয়নি।