রূপসা উপজেলা পরিষদের বাজেট ঘোষণা
রূপসা প্রতিনিধি
গতকাল রবিবার বেলা ১১টায় রূপসা উপজেলা পরিষদের বাজেট ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লা যোবায়ের, ফারহানা আফরোজ মনা।
বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান, শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন প্রকৌশলী মোঃ মহিউদ্দিন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, হিসাব রক্ষন কর্মকর্তা খান আসুদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল, কামাল হোসেন বুলবুল, ইসহাক সরদার, জাহাঙ্গির শেখ, সাধন অধিকারী, প্যানেল চেয়ারম্যান বিনয় হালদার, সেকেন্দার মোল্লা, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ, রিনা পারভিন, সহাদেব বৈরাগী, আ. গফুর খান, ঠাকুর মল্লিক, ইলিয়াছুর রহমান, মনিরুল ইসলাম বুলু, মিহির পাল, তাহিদুল ইসলাম প্রমূখ। এসময় ২ কোটি ৪০ লাখ টাকার বাজে ঘোষণা করা হয় এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জন প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।